মহান বিজয় দিবস উপলক্ষে ফুলবাড়ী ইউনিয়ন
ডিজিটাল সেন্টারের আলোচনা সভা
মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ই ডিসেম্বর দুপুর ২ঘটিকার সময় ফুলবাড়ী ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী ইউনিয়ন ডিজিটাল সেন্টার কতৃক আলোচনা সভায় সভাপতিত্বে করেন, ডিজিটাল সেন্টারের প্রধান উদ্যোক্তা মনসুর হোসেন মুন্না ও মহিলা উদ্যোক্তা হাবিবা সুলতানার পরিচালনায় অনুষ্টিত হয়। আনোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সোনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ মুরব্বী মইজ উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন, আওলাদা হোসেন মাছুম, মনোয়ার হোসেন ছাদি, আশরাফ হোসেন সাফি, রাহিন আহমদ, জাকির হোসেন, পাবেল আহমদ, ফাহিম আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে আবারো কলঙ্কিত করতে স্বাধীনতা বিরোধীরা আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে। ৩০ ডিসেম্বর বাংলাদশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আবারো দেশ পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আলোচনা সভা শেষে দেশের মানুষের সার্বিক কল্যাণ ও স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS