০৩ নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ
উপজেলা ঃ-গোলাপগঞ্জ,জেলাঃ-সিলেট।
মাসিক সভা : সেপ্টেম্বর/২০১৫ ইং
তারিখঃ ০৮/১০/২০১৫ ইং
স্থানঃ ইউ/পি হল রুম
সময়ঃ দুপুর ১২.০০ টা
সভাপতি ঃ জনাব এড. মোঃ মামুন আহমদ, চেয়ারম্যান, ০৩ নং ফুলবাড়ী ইউ/পি ,গোলাপগঞ্জ,সিলেট।
আলোচ্যসূচীঃ-
০১। বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।
০২। উন্নয়ন মূলক কাজ সম্বন্ধে আলোচনা।
০৩।কর উত্তোলন।
০৪। মাতৃত্ব ভাতা বন্টন।
০৫। বিবিধঃ
সভায় সভাপতি সাহেব উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। সভার শুরুতে কোরআন তেলোয়াত পাঠ করেন জনাব মোঃ হাবিবুর রহমান সাহেব, সদস্য ০৬ নং ওয়ার্ড,০৩ নং ফুলবাড়ী ইউ/পি,গোলাপগঞ্জ,সিলেট।
সভাপতি সাহেবের স্বাগত বক্তব্যের পর ইউ/পি সচিব জনাব সুবীর কান্তি দাশ কে সভা পরিচালনার জন্য আহবান জানান।
সভায় নি¤œ লিখিত প্রস্তাব গুলি বাস্তবায়নের জন্য সর্ব সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয়।
১ম প্রস্তাব ঃ সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ করা হয় এবং তা সর্বসম্মতিতে অনুমোদন সহ দৃঢ় করন করা হয়।
২য় প্রস্তাব ঃ সভায় এল,জি.এস.পি-২ প্রকল্পের কাজ গুরি দ্রুত সম্পন্ন করার জন্য প্রত্যেক ওয়ার্ড কমিটির আহবায়ককে অনুরোধ করা হয়।
৩য় প্রস্তাবঃ কর উত্তোলন দ্রুত বাস্তবায়নের জন্য সর্ব সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয়।কর প্রদানে ব্যর্থ যে কোন নাগরিক পরিষদের যে কোন সেবা থেকে বঞ্চিত হবেন।পরিষদের প্রত্যেক সদস্যকে কর উত্তলনে বিশেষ সাহায্য করার জন্য বলা হয়।যে ওয়ার্ড থেকে কর উত্তোলন করা হবে না সে ওয়ার্ডের সদস্য পরিষদের বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হবে।
৪র্থ প্রস্তাব ঃ সভায় বিধি মোতাবেক মাতৃত্বভাতা ভোগীর তালিকা প্রস্তুত করে পরিষদে জমা দেওয়ার জন্য পরিষদের ০৩ জন মহিলা সদস্যকে দায়িত্ব দেওয়া হয়।
সভায় অন্য কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
স্বারক নং-০৩ নং ফুলবাড়ী ইউ/পি/গোলাপ/ /২০১৫ইং তারিখ----------
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস