এক নজরে ফুলবাড়ী ইউনিয়ের
কিছু কথা আর কিছু ইতিহাস
মনসুর হোসেন মুন্না: ইউনিয়ন কাউন্সিল প্রতিষ্ঠিত হয় ১৯৬০ খ্রিষ্টাব্দে। স্বাধীনতা উত্তরকালে রাষ্ট্রপতির আদেশ নম্বার ০৭/ ১৯৭২ অনুযায়ী ইউনিয়ন কাউন্সিল বাতিল করা হয়। ইউনিয়ন কাউন্সিল নাম বাতিল করে নামকরণ করা হয় ইউনিয়ন পঞ্চায়েত এবং প্রশাসক নিয়োগ করা হয়। পরবর্তী সময়ে রাষ্ট্রপতির আদেশ ২২/১৯৭৩ অনুযায়ী ফুলবাড়ী ইউনিয়ন পঞ্চায়েতের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ।
উপজেলার ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়ন ৪৩টি গ্রাম নিয়ে গঠিত। ইউনিয়নের জনঘনত্ব ১,৮০০/বর্গকিলোমিটার ৪,৬০০/বর্গ মাইল। মোট আয়তন ২১ বর্গকিলোমিটার (৮বর্গ মাইল)। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ইউনিয়নের বর্তমান জনসংখ্যা আনু: ৩৭,৬৪৬ (সাইত্রিশ হাজার ছয়শত ছেচল্লিশ)। ফুলবাড়ী ইউনিয়নের পূর্ব দিকে গোলাপগঞ্জ পৌরসভা, পশ্চিমে সিলেট সদর, উত্তরে ১নং বাঘা ইউনিয়ন, দক্ষিণে লক্ষীপাশা ইউনিয়ন অবস্থিত। উপজেলা সদর থেকে ইউনিয়নের দূরত্ব ৫ কিলোমিটার। ফুলবাড়ী ইউনিয়নে মৌজা রয়েছে ০৯টি। মৌজাগুলো হচ্ছে ফুলবাড়ী, হাজীপুর, কিছমত মাইজভাগ, কায়স্থগ্রাম, হিলালপুর, বাগরখলা, উত্তরভাগ, মাইজভাগ ও দড়া।
ফুলবাড়ী ইউনিয়নের গ্রামগুলো হচ্ছে - বরায়া উত্তর ভাগ, বাখরখলা, শিংপুর, দড়া পূর্ব পাড়া, দড়া পশ্চিম পাড়া, পশ্চিম মদন গৌরি, দক্ষিণ মদন গৌরি, পূর্ব মদন গৌরি, হরিপুর, হিলাল পুর, রফিপুর, দক্ষিণ মাইজভাগ, বড়কাপন, উত্তর মাইজভাগ, মোল্লাগ্রাম, উরালচি, মোল্লাগ্রাম পূর্বপাড়া, নয়া মসজিদ, কতোয়ালপুর কটারপাড়া, নিজতপা, জায়ফরপুর, মছকাপুর, ইজরা পাড়া, কায়স্থগ্রাম, কুসুমবাগ, উমাপতি, নয়াগাও, মশাহিদহাটি, হাজীপুর নয়াপাড়া, হাজীপুর লামাপাড়া, হাজীপুর ঘনশ্যাম, হাজীপুর শুকনা, হাজীপুর সাতঘরী, হাজীপুর লরিফর, হাজীপুর এওলাটিকর, করমপুর, গোলাগাও, কিছমত মাইজভাগ, করমপুর, ফুলবাড়ী দক্ষিণপাড়া, ফুলবাড়ী পালপাড়া, ফুলবাড়ী মিরাপাড়া, ফুলবাড়ী উত্তরপাড়া, ফুলবাড়ী টিকরপাড়া, ফুলবাড়ী বারইপাড়া।
১৯৭২ খ্রিস্টাব্দ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী ব্যক্তিরা হলেন-
সামছুদ্দীন আহমদ খেতু মিয়া, মাহমুদ হোসাইন, নুরুল ইসলাম, এম এ বাছিত, ছাইব আলী, মাহমুদ হোসাইন, এম এ বাছিত, এম এ বাছিত, এমদাদ হোসেন টিপু, কামরুল হাসান সাহান, অ্যাডভোকেট মো: মামুন আহমদ রিপন, বর্তমানে দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান ফয়ছল।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী ব্যক্তিরা হলেন- আনোয়ার হোসেন (আনা), আনছার মিয়া, মৃতঃ আব্দুল খালিক, সুরমান আলী, আনছার মিয়া, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মজনু আহমদ।
মনসুর হোসেন মুন্না
প্রধান পরিচালক
ইউনিয়ন ডিজিটাল সেন্টার
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ
গোলাপগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
মোবাইল- ০১৭৪৭-০৯৭২৯৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস