Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কোর্স
বিস্তারিত

এসএমই ফাউন্ডেশন
উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কোর্স

এসএমই ফাউন্ডেশন এসএমই উদ্যোক্তা সৃষ্টি এবং এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করে। প্রশিক্ষণসমূহে সারাদেশ থেকে আগ্রহী উদ্যোক্তাদের অংশগ্রহণ করতে পারবে।

আবেদন করবেন কিভাবে?
• ফাউন্ডেশনের অফিস হতে (৩য় তলা) আবেদন পত্র সংগ্রহ
• ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে (hrd.smef.org.bd) আবেদনপত্র সংগ্রহ করে সরাসরি অথবা ই-মেইলে (hrd@smef.org.bd) জমা দিতে পারবেন

প্রশিক্ষণের শর্তসমূহঃ
✓ন্যূনতম এস.এস.সি পাশ হতে হবে;
✓প্রশিক্ষণ ভেদে রেজিস্ট্রেশন ফি ৩০০-১,০০০ টাকা;
✓প্রশিক্ষণের মেয়াদ: ০৩-০৭ দিন;
✓প্রশিক্ষণের সময়: সকাল ০৯.০০টা-বিকাল ০৫.০০টা;
✓নির্দিষ্ট প্রশিক্ষণের জন্য ২৫ বা ততোধিক প্রশিক্ষণার্থী আগ্রহী হলে তারা একত্রে একটি গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে;
✓প্রশিক্ষণসমূহ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা/উপজেলা শহরে আয়োজন করা হবে।
✓নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হবে
✓ট্রেড লাইসেন্স থাকা উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হবে

প্রশিক্ষণের বিষয়সমূহ:
১.নতুন ব্যবসা শুরু
২.ব্যবসা ব্যবস্থাপনা
৩.মার্কেটিং (বিপণন) ব্যবস্থাপনা
৫.হিসাবরক্ষণ
৬.আমদানি-রপ্তানি প্রক্রিয়া
৭.বেসিক বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা
৮.অ্যাডভান্স বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা
৯.ফ্যাশন ডিজাইন
১০.চামড়াজাত পণ্য তৈরি
১১.বহুমুখী পাটজাত-দ্রব্য-পণ্য উৎপাদন
১২.ন্যাচারাল ডাইং
১৩.থাই ক্লে দিয়ে শোপিস তৈরি
১৪.বিভিন্ন ধরনের আর্টিফিসিয়াল গহনা তৈরি
১৫.ফাস্ট ফুড তৈরি ও সংরক্ষণ
১৬.ব্লক ও বাটিক প্রিন্ট
১৭.স্ক্রীন প্রিন্ট
১৮.হস্ত শিল্পপণ্য

সুবিধাসমূহঃ
*ব্যাগ, প্যাড ও কলম
*প্রতদিনের লাঞ্চ ও চা
*সকল ট্রেনিং ম্যাটেরিয়ালস
*সার্টিফিকেট দেওয়া হয়।

https://www.facebook.com/traininginbd/?__tn__=kCH-R&eid=ARAlSq0CIqrshOuKirdKPg-kSQR1P_OE5DuTyK0o445xMUvAv5k99lGk1bZD5X7s7tB7aM48TmQdE35a&hc_ref=ART172AtW9ijBqLHHpG3cupe9Q1xSEPvY6teK2By8_nSY7uhU0VnRuEfsTv6lOJHq44&fref=nf

ডাউনলোড
প্রকাশের তারিখ
26/05/2019
আর্কাইভ তারিখ
27/10/2019