এসএমই ফাউন্ডেশন
উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কোর্স
এসএমই ফাউন্ডেশন এসএমই উদ্যোক্তা সৃষ্টি এবং এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করে। প্রশিক্ষণসমূহে সারাদেশ থেকে আগ্রহী উদ্যোক্তাদের অংশগ্রহণ করতে পারবে।
আবেদন করবেন কিভাবে?
• ফাউন্ডেশনের অফিস হতে (৩য় তলা) আবেদন পত্র সংগ্রহ
• ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে (hrd.smef.org.bd) আবেদনপত্র সংগ্রহ করে সরাসরি অথবা ই-মেইলে (hrd@smef.org.bd) জমা দিতে পারবেন
প্রশিক্ষণের শর্তসমূহঃ
✓ন্যূনতম এস.এস.সি পাশ হতে হবে;
✓প্রশিক্ষণ ভেদে রেজিস্ট্রেশন ফি ৩০০-১,০০০ টাকা;
✓প্রশিক্ষণের মেয়াদ: ০৩-০৭ দিন;
✓প্রশিক্ষণের সময়: সকাল ০৯.০০টা-বিকাল ০৫.০০টা;
✓নির্দিষ্ট প্রশিক্ষণের জন্য ২৫ বা ততোধিক প্রশিক্ষণার্থী আগ্রহী হলে তারা একত্রে একটি গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে;
✓প্রশিক্ষণসমূহ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা/উপজেলা শহরে আয়োজন করা হবে।
✓নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হবে
✓ট্রেড লাইসেন্স থাকা উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হবে
প্রশিক্ষণের বিষয়সমূহ:
১.নতুন ব্যবসা শুরু
২.ব্যবসা ব্যবস্থাপনা
৩.মার্কেটিং (বিপণন) ব্যবস্থাপনা
৫.হিসাবরক্ষণ
৬.আমদানি-রপ্তানি প্রক্রিয়া
৭.বেসিক বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা
৮.অ্যাডভান্স বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা
৯.ফ্যাশন ডিজাইন
১০.চামড়াজাত পণ্য তৈরি
১১.বহুমুখী পাটজাত-দ্রব্য-পণ্য উৎপাদন
১২.ন্যাচারাল ডাইং
১৩.থাই ক্লে দিয়ে শোপিস তৈরি
১৪.বিভিন্ন ধরনের আর্টিফিসিয়াল গহনা তৈরি
১৫.ফাস্ট ফুড তৈরি ও সংরক্ষণ
১৬.ব্লক ও বাটিক প্রিন্ট
১৭.স্ক্রীন প্রিন্ট
১৮.হস্ত শিল্পপণ্য
সুবিধাসমূহঃ
*ব্যাগ, প্যাড ও কলম
*প্রতদিনের লাঞ্চ ও চা
*সকল ট্রেনিং ম্যাটেরিয়ালস
*সার্টিফিকেট দেওয়া হয়।
https://www.facebook.com/traininginbd/?__tn__=kCH-R&eid=ARAlSq0CIqrshOuKirdKPg-kSQR1P_OE5DuTyK0o445xMUvAv5k99lGk1bZD5X7s7tB7aM48TmQdE35a&hc_ref=ART172AtW9ijBqLHHpG3cupe9Q1xSEPvY6teK2By8_nSY7uhU0VnRuEfsTv6lOJHq44&fref=nf
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস