ফুলবাড়ী ইউনিয়নের প্যানেল
চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি
গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রোববার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছলের সভাপতিত্বে ও ইউপি সচিব সুবীর কান্তি দাসের পরিচালনায় পরিষদের মাসিক সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয় তিনজন ইউপি সদস্যকে। তাদের মধ্যে ১ম প্যানেল চেয়ারম্যান হচ্ছেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গুলজার হোসেন, ২য় প্যানেল চেয়ারম্যান হচ্ছেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন ও ৩য় প্যানেল চেয়ারম্যান হচ্ছেন সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য মোছাঃ নুরী বেগম।
এদিকে, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছলসহ সকল ইউপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন নির্বাচিত প্যানেল চেয়ারম্যানগণ। তারা তাদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোআ কামনা করেছেন। অপরদিকে ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল ও নির্বাচিত প্যানেল চেয়ারম্যানদের শুভেচ্ছা জানিয়েছে ফুলবাড়ী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রধান পরিচালক মনসুর হোসেন মুন্না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস